Posts

Showing posts from October, 2020

Bengali poems #6

ছন্দ ছাড়া কবিতা তুমি তুমিই জীবনের স্বাদ কি করে মনকে বোঝাই তুমি অন্য কারো প্রসাদ                      _ দামোদর (দেবব্রত ব্যাপারী)

Bengali poem #5

জীবন পথে চলতে চলতে  হঠাৎ থমকে দারাই। আর কত পথ একলা চলব? সীমাহীন ভাবনার এ জগৎ, এসেছিলাম একলা এ জগতে মায়ার খেলা ভঙ্গ করে চলে যাব একলাই, স্মৃতি হয়ে . . .                   - দামোদর ( দেবব্রত ব্যাপারী)

Bengali poems #4

কবিদের মাঝে আমি ছেড়া পত্রিকা  তুমি আমার মনের অজেয় নামতা। পত্রিকার লেখা যায়নি মুছে নামতা'র লাইন যায়নি ভুলে জেগে আছো তুমি হৃদয়ে।                                - দামোদর ( দেবব্রত ব্যাপারী )

Bengali poems #3

তোমার বেদনা নীড়ে দুখী ভোরের সঙ্গী হতে রাজি,  তোমার মুখের এক হাসিতে জীবন ভরের দুঃখ লুকায়ে রাখি,  সেই চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে বল বীর মনের মালিকানায় রাজি,  শুষ্ক হাওয়ায় তোমার খোলা চুলের আর্দ্র প্রলেপ হতে রাজি,  ভীত মনের দোতরফা টানাপোড়েনে একতরফা ভালোবাসায় আমি রাজি?                 -দামোদর (দেবব্রত ব্যাপারী) 

Bengali poems #2

Image